![বাগেরহাটে এমপি হেপীর মেয়েকে ছুরিকাঘাত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/17/bagerhaat_115576.jpg)
বাগেরহাট, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের এমপি হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে (২৬) ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের শালতলা এলাকায় তার ওপর হামলার এ ঘটনা ঘটে। অদিতি বড়ালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে ফেরার সময় অদিতির ওপর হামলা হয়।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
হেপী বড়াল বলেন, তার বড় মেয়ে অদিতি বড়াল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন।
অদিতি বড়াল বলেন, ‘আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আমি মায়ের সঙ্গে বিজয় দিবসের নারী সমাবেশে যোগ দিই। অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি মাকে বলে বাড়ির পথে রওনা হই। এ সময় অপরিচিত এক ব্যক্তি আমার পরিচয় জানতে চান। পরিচয় বলতে না বলতেই তিনি ছুরি বের করে আমার পেটে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।’
তার বাবার খুনিরা এ হামলায় জড়িত বলে অভিযোগ অদিতির।
অদিতির বাবা কালিদাস বড়াল ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাটে গুলিতে নিহত হন।
বাগেরহাট সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, অদিতির পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত।
সংসদ সদস্য হেপী বড়াল বলেন, ‘আমার স্বামী কালিদাস বড়ালের হত্যাকারীদের বিচার হওয়ায় আসামিরা ক্ষুব্ধ। তারা আমাদের হত্যার পরিকল্পনা করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি এমপি হওয়ায় দলের অনেকেই তা ভালোভাবে নিতে পারেনি। এ কারণে আমার মেয়ের ওপর হামলা হয়ে থাকতে পারে।’
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সাংসদ সদস্য হেপী বড়ালের মেয়ের হামলাকারীকে চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে। এ ঘটনার এমপির পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
হেপী বড়াল সংরক্ষিত নারী আসন-১১ (বাগেরহাট) থেকে চলতি মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। বাগেরহাট শহরের শালতলায় তার বাড়ি।
এবিএন/সাদিক/জসিম/এসএ