শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রসিকে নৌকার পক্ষে রংপুর বোয়াফ’র গণসংযোগ

রসিকে নৌকার পক্ষে রংপুর বোয়াফ’র গণসংযোগ

রংপুর, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে রংপুরের উন্নয়ন চাই আমরা সচেতন ছাত্র সমাজ স্লোগানে গণসংযোগ করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সংগঠনের সভাপতি জিন্নাত হোসেন লাভলু এবং সাধারণ সম্পাদক এস এম সাব্বির আহমেদের নেতৃত্বে রংপুর জেলা প্রেসক্লাব থেকে শুরু করে জাহাজ কোম্পানী, সিটি বাজার, কাচারী বাজার, ডিসির মোড়, লালকুঠি মোড়, ধাপ বাজার, চেকপোষ্ট, মেডিকেল মোড়, ধাপ পুলিশ ফাঁড়ি, ব্যাংকের মোড়, রাধা বল্লভ হয়ে হনুমানতলা বাজারে গণসংযোগ কওে রংপুর বোয়াফ-এর শতাধিক নেতাকর্মী।

রসিকে নৌকার পক্ষে রংপুর বোয়াফ’র গণসংযোগ

সংগঠনের সভাপতি জিন্নাত হোসেন লাভলু বলেন, নতুন প্রজন্মের রংপুর সিটি করপোরেশনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদকে নৌকা প্রতীকে ভোট দেওয়া এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

রসিকে নৌকার পক্ষে রংপুর বোয়াফ’র গণসংযোগ

গণসংযোগের সময় বিশেষ করে উপস্থিত ছিলেন রংপুর বোয়াফ সহ-সভাপতি আশিকুন নাহার টুকটুকি, বিউটি বেগম, আবদুল আজিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ, রংপুর পলিটেকনিক কলেজ এর স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত