![রসিক নির্বাচন: ইভিএম কেন্দ্রে এগিয়ে লাঙ্গল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/mostofa_116325.jpg)
রংপুর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে একটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ইতিমধ্যে ওই কেন্দ্রের ফলও ঘোষণা করা হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বহুল আলোচিত ২৪নং ওয়ার্ডের শালবন এলাকার এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম।
বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে আছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬৭৪ ভোট।
এই কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৩৩৪ ভোট পেয়েছেন। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ১১৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়াও মই প্রতীক ২১ টি, হাতি প্রতীক ১১ টি, হাতপাখা প্রতীক ৬১ টি ও আম প্রতীক ৯ টি ভোট পেয়েছেন। এই মোট ভোটার ছিলো ২ হাজার ৫৯ জন। এখানে মেয়র ১২২৭ টি, কাউন্সিলর পদে ১২২৩ টি ও সংরক্ষিত মহিলা পদে ১২২৮ টি ভোট কাস্ট হয়েছে।
এর আগে লাঙ্গলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর সিটিতে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৮টায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
মোট ১৯৩টি কেন্দ্রে রসিকের ভোট হয়। এখানে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষামূলকভাবে বেগম রোকেয়া কলেজ কেন্দ্র ইভিএম মেশিনে ভোট নেয়া হয়।
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে অনেককেই ভোট দেয়ার আগে দুশ্চিন্তায় দেখা গেলেও পরে ভোট দিয়ে তাদের আনন্দিত দেখা যায়।
এবিএন/জনি/জসিম/জেডি