![রসিক নির্বাচনে কেরামতিয়া স্কুল কেন্দ্রে লাঙ্গলের ভোট বিপ্লব](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/ran-gpur-election0_116326.jpg)
রংপুর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, লাঙ্গল প্রতীকের মোস্তফা পেয়েছেন ৭৫০, নৌকা প্রতীকে ঝন্টু ১৩০ এবং ধানের শীষ প্রতীকে বাবলা পেয়েছেন ৬০ টি ভোট।
এবিএন/জনি/জসিম/জেডি