শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ভোট সুষ্ঠু হয়েছে: জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ

ভোট সুষ্ঠু হয়েছে: জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ

ভোট সুষ্ঠু হয়েছে: জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ

রংপুর, ২১ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মেয়র প্রার্থী ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল আসিফ শাহরিয়ার বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট প্রদান করেছেন।

সন্ধ্যায় আসিফ শাহরিয়ার বলেন, তিনি নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে কোনো কারচুপি কিংবা বিশৃঙ্খলা হয়নি বলে তিনি নিশ্চিত হয়েছেন। ফলাফল যাই হোক না কেন তা তিনি মেনে নেবেন। তিনি আগামীতে আরও ভালো করার জন্য জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে এই নির্বাচনে প্রার্থী হওয়ায় আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। চাচা এরশাদের চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত তিনি ভোটের লড়াইয়ে ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত