![শনিবার মোশতাক আহমেদের একক বইমেলার শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/manus_116384.jpg)
ঢাকা, ২১ ডিসেম্বর, এবিনিউজ : আগামী ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি চত্বরে উন্মুক্ত প্রাঙ্গনে সপ্তাহব্যাপী কথাসাহিত্যিক মোশতাক আহমেদের একক বইমেলা ২০১৭ এর শুভ উদ্বোধন হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক জনাব ইমদাদুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণগ্রন্থাগার অধিদপ্তর-এর মহাপরিচালক আশিষ কুমার সরকার, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি জনাব ওসমান গনি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক জনাব কামরুল হাসান শায়ক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলী ইমাম, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও মিডিযা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর