![কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/22/bandukjuddo-3_116406.jpg)
কুষ্টিয়া, ঢাকা, ২২ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত সদস্য।
শুক্রবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের চাদাগাড়া নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে গাছের সঙ্গে তার বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানাপুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি পাইপগান, একটি রামদা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, এক রাউন্ড শুটারগানের গুলি ও ২ রাউন্ড পাইপগানের গুলি ও বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করেছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ