শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বাগেরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

বাগেরহাট, ২২ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী এলাকায় ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামেরই বাসিন্দা পলাশ (৩২) ও ইব্রাহিম (৩২)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গ্রামে জমি নিয়ে আগে থেকেই দুপক্ষের মধ্যে বিরোধ ছিল। এক পক্ষ ধান কাটতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এ সময় পলাশ ও ইব্রাহিম দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এর জেরে সংঘর্ষের সূত্রপাত।

আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত