বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাজনৈতিক কারণে জেল খেটেছিলেন সমরেশ বসু!

রাজনৈতিক কারণে জেল খেটেছিলেন সমরেশ বসু!

ঢাকা, ২২ ডিসেম্বর, এবিনিউজ : ১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সমরেশ বসু কলকাতার ইছাপুরের গান ফ্যাক্টরিতে কাজ করতেন। সেই সময় ট্রেড ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। আর এই কারণেই ১৯৪৯-৫০ সালে জেলও খাটতে হয় তাকে৷ আর জেলখানায় তিনি তার প্রথম উপন্যাস ‘উত্তরঙ্গ’ রচনা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি লেখালেখিকেই পুরোপুরি পেশা হিসেবে গ্রহণ করেন।

আজ সমরেশ বসুর জন্মদিন৷ ১৯২৪ সালের ১১ ডিসেম্বর তার জন্ম৷ শৈশব বাংলাদেশের বিক্রমপুরে কাটলেও কৈশোর কাটে কলকাতার উপকণ্ঠ নৈহাটিতে। নানা রকম অভিজ্ঞতায় ভরা ছিল তার জীবন। কথিত আছে এক সময় মাথায় ফেরি করে ডিম বেচতেন।বিচিত্র বিষয় এবং আঙ্গিকে নিত্য ও আমৃত্যু ক্রিয়াশীল লেখকের নাম সমরেশ বসু। তবে কালকূট ও ভ্রমর তার ছদ্মনাম।তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে ওঠে তার লেখায়।

কালকূট ছদ্মনামে, অমৃত কুম্ভের সন্ধানে, কোথায় পাব তারে সহ অনেক উপন্যাস তিনি এ নামে লিখেছেন। বহমান সমাজ থেকে বাইরে গিয়ে একান্তে বেড়াতে ঘুরে বেরিয়েছেন আর সে অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ভ্রমণধর্মী উপন্যাস । কালকূট নাম ধারণ করে হৃদ্যের তীব্র বিষ্কে স্রিয়ে রেখে অমৃত মন্থন করেছেন উপন্যাসের মধ্যে দিয়ে । অমৃত বিষের পাত্রে, মন মেরামতের আশায়, হারায়ে সেই মানুষে, তুষার শৃঙ্গের পদতলে ইত্যাদি এই ধারার উপ্নযাস ।ছদ্ম নামেই লেখা শাম্ব উপন্যাসের জন্য তিনি ১৯৮০ সালের আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।ছোটদের জন্যে তার সৃষ্ট গোগোল অত্যন্ত জনপ্রিয় চরিত্র।

১৯৮৮ সালের ১২মার্চ তার মৃত্যু হয়৷ তার লেখা গল্পের সংখ্যা দু’শোর উপর এবং উপন্যাসের সংখ্যা একশোর বেশি৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত