![রসিকের পরাজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: মুহিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/22/muhit_116471.jpg)
সিলেট, ২২ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে আওয়ামী লীগের প্রার্থীর বিশাল ব্যবধানে পরাজয়ের কোনো প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার দুপুরে সিলেটে দুই দিনব্যাপী ‘বীমা মেলা ২০১৭’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘নো, নো, কোনো প্রভাব ফেলবে না। বর্তমান নির্বাচন পদ্ধতির নিরপেক্ষতা আছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেটা প্রতিষ্ঠা পেয়েছে।’
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের দেশে বিভিন্ন দলের প্রার্থী পাস করবে, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য।’ এর আগে সিলেট নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রংপুরে জাতীয় পার্টি খুবই জনপ্রিয় বলে তারা বিজয়ী হয়েছেন এমনটা মনে করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে, সেখানে একেক জায়গায় একেক দলের প্রার্থী নির্বাচিত হবেন-এটা খুবই স্বাভাবিক। দেশের নির্বাচন পদ্ধতিতে যে নিরপেক্ষতা রয়েছে তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রাজধানী ঢাকার পর সিলেটে এটি হচ্ছে দ্বিতীয় বীমা মেলা। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভীতি ও ভুল বোঝাবুঝি দূর করতে ও জনসচেতনতা বাড়াতেই এ মেলার উদ্যোগ। সকালে সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
মেলায় দুটি সরকারি বিমা কোম্পানির পাশাপাশি মোট ৩০টি লাইফ, নন লাইফ বিমা কোম্পানি অংশগ্রহণ করছে।
এবিএন/মাইকেল/জসিম/এমসি