শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদের প্রমাণ রয়েছে: অর্থমন্ত্রী

সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদের প্রমাণ রয়েছে: অর্থমন্ত্রী

সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদের প্রমাণ রয়েছে: অর্থমন্ত্রী
ফাইল ফটো

সিলেট, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : সৌদি আরবে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে বিএনপি চেয়ারপার্সন এর উকিল নোটিশ দেওয়া ঠিক হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগতভাবেই তার জবাব দেওয়া হবে।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানান, সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল সম্পদ রয়েছে।

এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দলটির পক্ষ থেকে বলা হয়, ৩০ দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওই সময় বলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি।

ওইদিনই আওয়ামী লীগের পক্ষ থেকে নোটিশের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকা হয়। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ সময় বলেন, প্রধানমন্ত্রীকে পাঠানো বেগম খালেদা জিয়ার উকিল নোটিশ প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত