শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সরকার শিক্ষিত জাতি গঠনে কাজ করছে: হানিফ

সরকার শিক্ষিত জাতি গঠনে কাজ করছে: হানিফ

দৌলতপুর (কুষ্টিয়া), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি উৎসবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ (এমপি) বলেছেন দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ তৈরীতে শিক্ষা হলো পুর্বশর্ত। তাই বর্তমান সরকার শিক্ষাসহ সকল ক্ষেত্রে সুসম উন্নয়ন ও শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান প্রজন্মকে আগামীতে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ঐতিহ্যবাহী মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রীদের এ লক্ষ্যে কাজ করে যাবার আহবান জানান।

মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাক্কির আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, অত্র বিদ্যালয়ের ছাত্র ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার জাহান বাদশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা, খুলনা বিএল কলেজের অধ্যাপক বজলুল করীম, আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ডাঃ আবু সাইদ প্রমুখ।

এর আগে মাহবুবুল আলম হানিফ রিফাইতপুর, উপজেলা বাজার ও তারাগুনিয়া বাজারে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত