![ফেনীতে পিস্তল-ইয়াবাসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/arrest-2_116899.jpg)
ফেনী, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আলাউদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার দিনগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ করিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি ও শতাধিক ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আলাউদ্দিন তার এলাকায় মাদক বিক্রেতা বলে পরিচিত।’
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এবিএন/সাদিক/জসিম/এসএ