বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
মুহম্মদ নুরুল আবসার’র কবিতা

আলী কদমের বাঁকা রাস্তায়

আলী কদমের বাঁকা রাস্তায়

আলী কদমের বাঁকা রাস্তায়

মুহম্মদ নুরুল আবসার

ক্যামোন বোকার মতো দাঁড়িয়ে আছে

আলী কদমের ঐ সবুজ পাহাড়গুলো

দূর থেকে মনে হয়, সবুজ হারানোর বেদনায়

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, মেলায়

হারিয়ে যাওয়া বালিকার মতো।

কে বা কারা ভিন গাঁ থেকে এসে

আলী সুড়ঙ্গের অন্ধকারে লুকিয়ে রেখে নিজেকে

লুঠে নিচ্ছে এখানকার সবুজাভ বৃক্ষরাজি

ধর্ষণে কর্ষণে ধ্বংস করছে

পাহাড়ি মাটির উর্বরা শক্তি

এখানে এখন ঢেউ খেলেনা

সোনালি ধানের শীষ।

তামাক, গাঁজা ও চোলাই মদের নেশায় বুঁদ

আলী কদমের প্রতিটি বাঁকা রাস্তার মোড়।

বাংলার সুবেদার নবাব শাহ সুজার আত্মা নাকি

এখনো আলী কদমের পাহাড়ি জনপদে

ঘুরে বেড়ায় তেজস্বী ঘোড়ায় চড়ে

এখানকার ম্রৌ, চাকমা, মারমারা

সুজার সেই ভরাট কণ্ঠ শুনতে পায় অবলীলায়

যিনি থেমে থেমে গর্জে ওঠেনণ্ড ‘হুঁশিয়ার–সাবধান।’

(সংগৃহীত)

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত