![আজ সন্ধ্যায় পর্দা উঠছে উচ্চাঙ্গ সংগীত উৎসবের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/fest_117022.jpg)
ঢাকা, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পীদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পর্দা উঠছে ৫ দিনের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধন করবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগ সভাপতির উপদেষ্টা ও আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলাও থাকবেন অনুষ্ঠানে।
কাজাখস্থানের আস্তানা সিম্ফনি ফিলহারমোনিক অর্কেস্ট্রার সংগীতে শুরু হবে এবারের উৎসব, তাতে নেতৃত্ব দেবেন ভারতের বিখ্যাত বেহালা শিল্পী এল সুব্রামনিয়াম।
বেঙ্গলের আগের ৫টি উৎসবের আয়োজন হয়েছিল বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানেই ২৩ থেকে ২৭ নভেম্বর এবারের উৎসব আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল বেঙ্গল ফাউন্ডেশন। কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় শাস্ত্রীয় সংগীতের বড় এ উৎসবের আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এ অবস্থায় গত ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বেঙ্গলের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, এ বছর উৎসবটি হচ্ছে না। পরে ১৪ নভেম্বর তিনি বলেন, ধানমন্ডির শেখ কামাল আবাহনী মাঠ বরাদ্দ পাওয়া গেছে; উচ্চাঙ্গসংগীত উৎসব এ বছরই হবে।
ব্লুজ কমিউনিকেশনের সহযোগিতায় আবাহনী মাঠে গত কয়েক দিন ধরে তৈরি হয়েছে মঞ্চ আর ছাউনি। উৎসবের জন্য উপযোগী করে তোলা হয়েছে ছোট্ট ভেন্যুটি। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে।
যারা উৎসবে যোগ দিতে চান, তাদের জন্য এবারও অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করেছে বেঙ্গল কর্তৃপক্ষ। অনুষ্ঠানস্থলে গিয়ে নিবন্ধনের কোনো সুযোগ নেই।
অনলাইন নিবন্ধনে পাওয়া পাস আর ফটো আইডি দেখিয়ে প্রবেশ করতে হবে উৎসবের আঙিনায়। অনুষ্ঠানস্থলের বাইরে গাড়ি রাখার কোনো ব্যবস্থা থাকছে না। ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। তবে নারীরা ৮ ইঞ্চি বাই ৬ ইঞ্চি আকারের ছোট ব্যাগ সঙ্গে রাখতে পারবেন।
প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর পর রাত ১২টায় অনুষ্ঠানস্থলের ফটক বন্ধ করে দেওয়া হবে। ওই সময়ের পর আর ভেতরে প্রবেশ করা যাবে না। ১২ বছরের কম বয়সী শিশুদের উৎসবে না আনতে অনুরোধ করেছেন আয়োজকরা। এবার শ্রোতাদের আনা-নেওয়ার জন্য কোনো পরিবহনের ব্যবস্থাও থাকছে না।
এবিএন/সাদিক/জসিম/এসএ