শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওহিদ হোসেনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকেও আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, প্রতিদিনের মতো এসআই ওহিদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সোমবার রাতে শহর টহলে বের হয়।

আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে টহল দলটি পৌর এলাকার ফার্মপাড়া এলাকার বটতলা মোড়ে ৮/১০ জনকে সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপ-পরিদর্শক ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওহিদ হোসেনের পিঠে ও ঘাড়ে বেশ কয়েকটি কোপ লাগে।

সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওহিদ হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ হামলাকারীদের একজন মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে বলে দাবি করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন।

তাছাড়া, হামলার পরপরই ফার্মপাড়াসহ আশপাশের এলাকায় ব্লক রেইড চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত