![পাবনায় ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/pic_117170.jpg)
পাবনা, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : পাবনার বেড়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এসআই ফারুক, এসআই সব্রত, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফার্স নিয়ে পৌর এলাকার সানিলা মহল্লার মন্দিরা সিনেমা হলের সামনে মহাসড়কে অভিযান চালায়।
এ সময় বেড়া মন্দিরা সিনেমা হলের সামনে মহাসড়ক থেকে কুড়িগ্রামের নুরুল ইসলাম ওরফে পেট কাটা নুরু পাবনা দিলালপুরের আকরাম, রামচন্দ্রপুরের সিপলু, রঘুনাথপুরের সেলিমকে বস্তাভর্তি ৫২ কেজি গাঁজাসহ আটক করে।
তাদের বিরুদ্ধে বেড়া মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, পাবনা পুলিশ সুপারের নির্দেশে বেড়ায় মাসব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। আমরা এলাকাবাসীর সহযোগিতায় বেড়াকে মাদকমুক্ত করতে চাই।
তিনি আরো বলেন, অপরাধী যেই হোক, পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এবিএন/মমিন/জসিম