![চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/bandukjuddo-3_117187.jpg)
চুয়াডাঙ্গা, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেতু হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলায় কথিত এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি। তার বাড়ি সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে। বাবার নাম শওকত মোল্লা। স্থানীয় বাউল সংগঠক জাকির হোসেন ও গাফ্ফার কবিরাজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আলোকদিয়া কানাপুকুর এলাকায় সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে এএসপি সদর সার্কেল আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
বন্দুকযুদ্ধের স্থান থেকে ৬টি বোমা, ৬টি ধারালো অস্ত্র, একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ