![৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/arrest-2_117189.jpg)
কক্সবাজার, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা।
গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক করা ব্যক্তি হলেন রশিদ উল্লাহ (৫০)। তিনি মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে।
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার একটি মসজিদসংলগ্ন সড়ক থেকে সহেন্দভাজন হিসেবে রশিদ উল্লাহকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশে সোর্পদ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, রশিদকে বুধবার দুপুরের আগে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।
এবিএন/সাদিক/জসিম/এসএ