বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

ঢাকা, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় তার জন্ম। গত বছর ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

কাজের মধ্য দিয়ে শামসুল হক তার অসামান্যতা আমাদের দেখিয়ে গেছেন। তিনি ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, ভাস্কর এবং আরো বহুবিচিত্র সাহিত্য-শিল্পধারার কীর্তিমান স্রষ্টা। আবার তিনি দেশের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে তিনি ভূমিকা রেখে গেছেন।

শামসুল হক বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল তারকার মতোই জ্যোতি ছড়িয়েছেন, মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। তার দৃপ্ত পদচারণায় বাংলাদেশের শিল্প-সাহিত্য উচ্চমাত্রা পেয়েছে। তিনি বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল হিসেবে পরিগণিত হয়েছেন। আর অসম্ভব জনপ্রিয়তা নিয়ে চলে গেছেন না ফেরার দেশে।

বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক ও মা হালিমা খাতুন ছিলেন গৃহিণী। ৮ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল কুড়িগ্রামে ।

শামসুল হকের গল্প প্রথম প্রকাশিত হয় ১৯৫১ সালের মে মাসে ‘অগত্যা’ পত্রিকায়। সে বছরই বোম্বে চলে যান। একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানে সহকারী হিসেবে বছরখানেক কাজ করেন। ১৯৫২তে ঢাকা আসেন এবং তৎকালীন জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৬তে পড়া ছেড়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। এর কিছুদিন পরই পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা উপন্যাস ‘দেয়ালের দেশ’ ।

তিনি অনেক সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। তার চিত্রনাট্যের প্রায় সব ছবিই সুপার হিট হয়েছে। তিনি সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন।

১৯৬৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারও লাভ করেন।

সৈয়দ শামসুল হকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।

ব্যক্তিগত জীবনে তিনি মনোরোগের চিকিৎসক ও লেখক আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আনোয়ারা সৈয়দ হকও একজন প্রতিথযশা লেখক। এ দম্পতির রয়েছে এক ছেলে ও এক মেয়ে ।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত