![ঢাকায় এক লাখ বই নিয়ে আসছে ‘বাতিঘর’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/batighor_abnews_117217.jpg)
ঢাকা, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : চট্টগ্রামে বইয়ের জন্য সমৃদ্ধ ‘বাতিঘর’ এবার বইপিপাসুদের মনের বাতি জ্বালিয়ে রাখতে আসছে ঢাকায়। আগামী ২৯ ডিসেম্বর এক লাখ বই নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাতিঘর।
২০০৫ সালে চট্টগ্রামের চেরাগি মোড়ে একশ’ বর্গফুট জায়গায় জাহাজের আদলে ছোট পরিসরে যাত্রা শুরু করে বাতিঘর। বই দিয়ে ঠাসা লাইব্রেরিটি খুব অল্প সময়ে চট্টগ্রামের মানুষের প্রশংসা কুড়ায়। সেখানে এক যুগের অভিজ্ঞতা আর এক বছরের পরিশ্রমে ঢাকার বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে গড়ে তোলা হয়েছে বাতিঘরের বিশাল বইভাণ্ডার।
পাঁচ হাজার বর্গফুট জায়গায় মোগলদের আদলে সাজানো বাতিঘরে আছে নির্বাচিত কর্নার, প্রকাশক কর্নার, শিশু-কিশোর কর্নার এবং ক্যাফে কর্নার। বই প্রেমীদের তৃষ্ণা মেটাতে থাকছে এক লাখ বই।
এরকম উদ্যোগ সবার মাঝে বইয়ের আলো ছড়িয়ে দিতে পারবে বলে আশাবাদী বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।
নতুন এ উদ্যোগ বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে বাতিঘর ও বিশ্বসাহিত্য কেন্দ্র।
এবিএন/মাইকেল/জসিম/এমসি