চুয়াডাঙ্গা, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক ভর্তি ৩০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬৩ লাখ টাকা। আজ বুধবার ভোরে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের বেলতলা রেলগেটের কাছ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার আবু তালেব ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা আন্দুলবাড়িয়াগামী একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। কিন্তু চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে আন্দুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের পেছনে ধাওয়া করলে এক পর্যায়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে ৩০টি বস্তায় ভরা ৪ হাজার ৫৭৮পিস ফেনসিডিল উদ্ধার করে।
এবিএন/মমিন/জসিম