শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • নিরপক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে: নিতাই চৌধুরী

নিরপক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে: নিতাই চৌধুরী

নিরপক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে: নিতাই চৌধুরী

ঢাকা, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচনকালীন সরকারের অধিনেই নির্বাচন দিতে হবে। আজ বুধবার দুপুরে বাগেরহাট শহরের সরুইস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আন্দোলনে সময় লাগবে মাত্র দশ দিন। আপনাদের মনে আছে সেই দুনিয়া কাপানো দশ দিনের কথা, লেলিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘোষনার দশ নিদের মধ্যে বিশাল সাম্রাজ্য ভেঙ্গে গিয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল জনগনের সরকার। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তৃতা করেন, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, আয়েশা সিদ্দিকা মানি, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফর রহমান আলম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পাখি, আজিজুল ইসলাম দুলু প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহিদা আক্তার, শরিফুল কামাল কারিম, হাফিজুর রহমান তুহিন, হাফিজুর রহমান হাফিজ, আবুল কালাম আজাদ বুলু, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, সুজা উদ্দিন মোল্লা সুজন, আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত