নারায়ণগঞ্জ, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে আরও দুইজন। নিহত রিয়াদ হাসান শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কাঞ্চন সেতু এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে ডাকাতি চেষ্টার সময় গোলাগুলির এ ঘটনা ঘটে।
এসআই মফিজুল বলেন, মালবাহী একটি পরিবহনে আট-দশজনের একটি দল ডাকাতির চেষ্টা করছিল। তারা পুলিশ দেখে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সরদার রিয়াদ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে আলামিন ও আনিস নামে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এবিএন/মমিন/জসিম