শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সাভা‌রে দু‌’টি বি‌দেশি পিস্তলসহ সাজাপ্রাপ্ত ৫ আসামি আটক

সাভা‌রে দু‌’টি বি‌দেশি পিস্তলসহ সাজাপ্রাপ্ত ৫ আসামি আটক

সাভা‌রে দু‌’টি বি‌দেশি পিস্তলসহ সাজাপ্রাপ্ত ৫ আসামি আটক

‌সাভার, ২৮ ডিসেম্বর, এবিনিউজ : সাভা‌রের আশু‌লিয়ার নবীনগর থেকে ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামিকে আটক ক‌রে‌ছে র‌্যাব ২।

বুধবার রাতে আশু‌লিয়ার নবীনগর এলাকার বি‌ভিন্ন স্থান থেকে তা‌দের আটক করা হ‌য়। এ সময় তা‌দের কা‌ছ থে‌কে দু’টি পিস্তলসহ গুলি জব্দ করা হয়।

র‌্যাব ২ এর অপা‌রেশন কমান্ডার সি‌নিয়র এএস‌পি র‌বিউল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের আটক করা হ‌য়। এ সময় তা‌দের কাছ থে‌কে দু‌’টি বি‌দেশি পিস্তল ও দশ রাউন্ড গু‌লি জব্দ করা হয়। তারা জানুয়ারি মা‌সের শেষ সপ্তা‌হে গাজীপু‌রের শিল্প কারখানায় ডাকা‌তির প‌রিকল্পনা কর‌ছিল।

এ ছাড়া তা‌দের বিরু‌দ্ধে বি‌ভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা র‌য়ে‌ছে। কিছু কিছু মামলায় তা‌দের সাজাও হ‌য়ে‌ছে। তা‌দের নি‌য়ে দ‌লের বাকী সদস্য‌দের গ্রেফতা‌রের জন্য অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলেও জানানো হয়েছে।

আটককৃতরা হ‌লো, হেলাল হোসেন ওর‌ফে এসি রানা, জা‌কির‌ হো‌সেন বাবু, মো. সাইফুল ইসলাম, মামুন হো‌সেন ও জুয়েল।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত