![বন্দরের ধামগড়ে ৩য় শ্রেণির ছাত্রকে হত্যা চেষ্টা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/29/shishu_abnews_117639.jpg)
বন্দর, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরের ধামগড়ে প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেল ধরে মাহমুদুল হাসান প্রত্যয় নামে ৩য় শ্রেণির এক ছাত্রকে ঘরে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।
এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী শিশু নির্যাতনকারীদের বাড়ি বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিক্ষিপ্ত লোকদের শান্ত করে। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যায় বন্দরের ধামগড় মালামত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন্দরের ধামগড় মালামত এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন, মেয়ে নাসিমা, আখলিমা, স্ত্রী মনোয়ারা ও মৃত সোনামিয়ার ছেলে ইসমাইল মিলে, প্রতিবেশী মোক্তার হোসেনের ছেরে বুনিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান প্রত্যয় (৯)কে খেলার মাঠ থেকে ধরে নিয়ে তাদের ঘরে আটক রেখে পিটিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
মিশুর ডাক চিৎকারে এলাকাবাসী মনোয়ারার ঘরের দরজা ভেঙ্গে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ক্ষিপ্ত এলাকাবাসী মনোয়ারাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে মনোয়ারা পলিয়ে যায়। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যপারে স্থানায়ী জেলা আওয়ামী লীগের সদস্য এড. ইসহাক, আমজাদ মেম্বার, শাহআলম মেম্বার, হারিম মেম্বার ও নুরুল ইসলাম জানান, মনোয়ারারা শিশুকে নির্যাতন করে গুরুতর অপরাধ করেছে।
মিশুকে হত্যার চেষ্টায় আজ শুক্রবার বিকেলে বুনিয়াদী স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী মনোয়ারাদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করবে বলে জানা গেছে।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি