কুমিল্লা, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপির সময় রেলের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নতুন ইঞ্জিন, বগি ও স্টেশন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছে। এখন রেলের বাজেট ১৬’শ কোটিরও বেশি। এক কথায়-রেলের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে ৫০ শয্যা বিশিষ্ট ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হাসপাতালের প্রতিষ্ঠাতা এমরানুল হক কামালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ. ম আফতাবুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আবুল কাশেম, কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, শিল্পপতি মেজর (অব) জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মমিন/জসিম