শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে ৯ হিরোইন বিক্রেতা আটক

ডোমারে ৯ হিরোইন বিক্রেতা আটক

নীলফামারী, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে হিরোইন ক্রয়-বিক্রয় ও সেবনকালে ৯ হিরোইন বিক্রেতাকে আটক করে শনিবার বিকালে জেলা কারাগাড়ে প্রেরন করেছে ডোমার থানা পুলিশ ।

পুলিশ সূত্রে জানাযায়,উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগী বড়গাছা গ্রামে বানিয়াপাড়ার অরীন অধিকারীর বসতবাড়ীতে শুক্রবার গভীররাতে ২০/২৫ জন মাদক বিক্রেতা হিরোইন ক্রয়-বিক্রয় করছিল । গোপন সংবাদে খবরপেয়ে ডোমার থানা পুলিশ সেখানে অভিযান চালালে ৯ জনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়।

আটকরা হলো,নীলফামারী সদর থানার তরনীবাড়ীর মাদ্্রাসা পাড়ার মৃত সোনা মিঞার পুত্র নুর আলী (২৯),ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জহাটের হাবিবুর রহমানের ছেলে রাকিবুল হাকিব(৩৪),মৃত গোলাম মোস্তফার ছেলে শফি মামুদ কানন (২৭),সোনারায় ইউনিয়নের জামিরবাড়ীর ফয়েজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), ডুগডুগি গ্্রামের বিনয় কৃষ্ণ অধিকারীর ছেলে জ্যোতিষ চন্দ্্র অধিকারী (৫০), সুধীর অধিকারীর ছেলে অরীন অধিকারী(৩৫), বড় দলুয়া গ্রামের রঞ্জন কুমারে ছেলে রাম কৃষ্ণ রায় (৩৮),ছোটরাউতার তালেবুর রহমানের ছেলে আবু তারেক (২৩),বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মহিমুদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৫০) ।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই আরমান জানান,ঘটনার দিন রাতেই ডোমার থানার এসআই অনন্ত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক এই ৯ জনের নামে ডোমার থানায় মামলা দায়ের হয়েছে।তাদের কাছে ৬ গ্্রাম হিরোইন পাওয়া গেছে । আসামীদের শনিবার বিকালে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত