শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে উগ্র মতবাদের বইসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার ভোরে সদরের চক আলমপুর-কালিনগর এলাকা ও শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর মোবারকপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আজিবুল হক (৫৩), সাইফুল ইসলাম (৩৫) ও তাজামুল হক (৪৬)।

র‌্যাব ৫-এর উপঅধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, চক আলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো-সংলগ্ন একটি আম বাগানে জেএসমির সদস্যরা গোপনে বৈঠক করছিল। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে আজিবুল ও সাইফুলকে আটক করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪টি জিহাদি বই, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একটি টর্চ লাইট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যে লক্ষ্মীপুর মোবারকপুর গ্রামের তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত