![কক্সবাজারে জেএমবির ১ সদস্য গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/arrest-2_117870.jpg)
কক্সাবাজার, ৩১ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের উখিয়া উপজেলায় নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার ভোরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে শরফুল আউয়ালকে (৩০) গ্রেফতার করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, কোটবাজার এলাকায় শরফুলের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ