শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিলেটে মাটিচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটে মাটিচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটে মাটিচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেট, ০৩ জানুয়ারি, এবিনিউজ : সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় জমির মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

আজ বুধবার সকালে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম বাদী হয়ে থানায় মামলাটি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, মঙ্গলবার বিকালে মন্দিরেরজুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে ঘটনাস্থলে মারা যান ৪ শ্রমিক। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এ ঘটনায় মঙ্গলবার রাতে শাহাব উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। আর গর্তের মালিক আবদুস সাত্তার অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন। তাকে এ মামলায়ও গ্রেফতার দেখানো হবে।

তদন্ত কমিটি সম্পর্কে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত