
খাগড়াছড়ি, ০৩ জানুয়ারি, এবিনিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দলের নেতাকর্মী পদ্মা সেতুতে উঠবেন কি না, তা খেয়াল করা হবে। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
গতকাল ঢাকায় ছাত্রদলের এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে সরকার। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। এ সেতুতে কেউ উঠবেন না।’
এরই পরিপ্রেক্ষিতে কাদের বলেন, ‘পদ্মা সেতু দৃশ্যমান বাস্তবতা। এটা দেখে বিএনপি নেত্রীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। তিনি নিজে পারেননি, শেখ হাসিনা পারছেন। এটাই তাঁর অন্তরের জ্বালা। এটাই তিনি সইতে পারছেন না। এটাই হলো বাস্তবতা, আর কিছু না। ইনশাল্লাহ পদ্মা সেতু যথাসময়ে শেষ হবে। আমরা পদ্মা সেতু হলে আমরা একটু খেয়াল করব, কেউ নাকি উঠবে না, বিএনপি নেত্রী, তাঁর দলের লোকেরা ওই সেতুর ওপর দিয়ে যায় কি না।’
এবিএন/মমিন/জসিম