বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

এবারের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২২-২৪ ফেব্রুয়ারি

এবারের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২২-২৪ ফেব্রুয়ারি

ঢাকা, ০৫ জানুয়ারি, এবিনিউজ : চলতি বছরের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। সাহিত্যের এই আন্তর্জাতিক সম্মেলন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি আয়োজিত ৩ দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশের বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ড. জালাল আহমেদ বলেন, বিগত বছরগুলোতে এ সম্মেলন ১ ফেব্রুয়ারি উদ্বোধন হতো। এ বছর নানা কারণে পিছিয়ে আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, একাডেমির একুশের গ্রন্থমেলার মূলমঞ্চে ২২ ফেব্রুয়ারি সম্মলেন উদ্বোধন করা হবে। এ ছাড়া বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ, কবি শামসুর রাহমান সেমিনার কক্ষসহ একাডেমির বিভিন্ন প্রাঙ্গণে একযোগে সম্মেলনের বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

বাংলা একাডেমিতে প্রথম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে। প্রথম সম্মেলনটি উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে এ সম্মেলন হয়ে আসছে।

এবারের সম্মেলনে বাংলাদেশসহ ১১টি দেশের কয়েকশ সাহিত্যিক যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছেন কবি, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক, গবেষক, অনুবাদক, সাহিত্য সমালোচক। এবার ১০টি দেশ থেকে ২৫ জন অতিথি লেখক যোগ দিবেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত