বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • যারা দেশের অর্থ লুট করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : মতিয়া

যারা দেশের অর্থ লুট করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : মতিয়া

যারা দেশের অর্থ লুট করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : মতিয়া

শেরপুর, ০৫ জানুয়ারি, এবিনিউজ : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, নৌকায় দেশ রক্ষা করবে আর যারা কুড়িয়ে পাওয়া চৌদ্দ আনা হিসাবে দেশের অর্থ লুট করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণকালে এক সমাবেশে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও কৃষিমন্ত্রীর বরাদ্দকৃত টিআরের অর্থায়নে নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের ৪৭ প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ,পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন ও সম্পাদক ফজলুল হকসহ প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত