বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে মৃত গরুর মাংস বিক্রি, আটক ২

সাভারে মৃত গরুর মাংস বিক্রি, আটক ২

সাভার, ০৬ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভা‌রে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে দালালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সাভারের সিটি সেন্টারের উল্টো দিকে দিলকুশাবাগ রূপনগর কাঁচা বাজারে রাজ্জাক মার্কেটে এ ঘটনা ঘটে।

অাটককৃতরা হ‌চ্ছে কসাইয়ের সহযোগী কালাম ও কথিত সাংবাদিক ফারুক হোসেন।

স্থানীয়রা জানায়,দিলকুশাবাগ রূপনগর কাঁচা বাজারে সকালে কসাই রাজু গোপনে মরা গরুর মাংস জবাই করে বিক্রি শুরু করে। এ সময় ক্রেতাদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। কসাই রাজুকে চ্যালেঞ্জ করার পর তিনি তড়িঘড়ি করে ত্রিশ হাজার টাকা বের করে দিয়ে বিষয়টি ধামাপাচা দিতে চায়। বিষয়‌টি পু‌লিশ‌কে জানা‌নোর পর পুলিশ ঘটনাস্থলে এসে কসাইয়ের সহযোগী কালাম ও কথিত সাংবাদিক ফারুক হোসেনকে দালালির অভিযোগে আটক ও মরা গরুর মাংস জব্দ করে থানায় নিয়ে যায়। কিন্তু পা‌লি‌য়ে গে‌ছে কসাই রাজু।

ক্রেতা জাহিদুর রহমান জানায়, আমি বল্লাম এটাতো মরা গরুর মাংসের মতো! চ্যালেঞ্জ করতেই কাচুমাচু করে কানের কাছে কসাই রাজু বললো, ভাই হাতে ৩০ হাজার টাকা আছে। এটাই দিচ্ছি। কাউকে জানাবেন না! ম্যানেজ করেন। আর বুঝতে অসুবিধা হলো না। ওর প্রস্তাবই নিশ্চিত করলো মরা গরু মাংস! ব্যস ফোন দিলাম পুলিশকে।

এ সময় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে কসাইয়ের সহযোগী কালাম ও কথিত সাংবাদিক ফারুক হোসেনকে দালালির অভিযোগে আটক ও মরা গরুর মাংস জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার মূল নায়ক কসাই রাজু সুযোগ বুঝে পালিয়ে যায়।

সাভার মডেল থানার এসআই নাজমুল জানায়, পলাতক কসাই রাজুকে আটক ও এ ব্যাপার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

জানা গে‌ছে, সিটি সেন্টারের উল্টো দিকে রাজ্জাক মার্কেটে রাজু গোস্ত বিতানের এই মাংশের বড় ক্রেতাই সাভারের বিভিন্ন হোটেল রোঁস্তরা।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত