বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

গোদাগাড়ী, ০৬ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অ্যাপস এন্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়া জোনের এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। আজ শনিবার সকাল ৯টার সময় উপজেলার কাশিমপুর এলাকায় অলকাতলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে অটো রিক্সাযোগে যাওয়ার সময় ফেনসিডিলসহ সাজাহান আলী (২২) ও দুলাল হোসেন (২৭)কে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক ভূতপাড়া গ্রামের মৃত আমিরের ছেলে সাজাহান ও একই উপজেলার দাদনচক ছাড়কাটলা গ্রামের নুরুল ইসলামের ছেলে দুলাল।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটো রিক্সা থামালে অটো ফেলে দৌঁড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। তবে আর একজন পালিয়ে যায়। পরে অটো তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত