![লাইফ সাপোর্টে কথাসাহিত্যিক শওকত আলী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/soukat-ali-abn_119073.jpg)
ঢাকা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে কথাসাহিত্যিক শওকত আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত সাহিত্যিক শওকত আলীকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি দেখে আজ শনিবার ভোর ৫ দিকে কথাসাহিত্যিক শওকত আলীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয় বলে জানান তার ছেলে আসিফ শওকত কল্লোল।
তিনি জানান, তার সার্বিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বিকেলে বসবেন, এরপর ৬টার দিকে ব্রিফ করবেন ।
এবিএন/জনি/জসিম/জেডি