
কুমিল্লা, ০৭ জানুয়ারি, এবিবিনউজ : কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
সদর উপজেলার আলেখাচর গোমতি নদীর পাড় এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (২৮) কুমিল্লার সংরাইশের আবুল খায়েরের ছেলে।
জেলা ডিবি পুলিশ ওসি মনজুর আলম বলেন, গোমতি নদীরপাড় এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তাহের গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যকে পুলিশ আটক করে।
তিনি আরও বলেন, সম্প্রতি কুমিল্লা নগরে ম্যাক্স কোম্পানির ৪০ লাখ টাকা ছিনতাই করে এ তাহের বাহিনী। এ বাহিনীর বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ