মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

হিমের উঠোনে ঈশ্বরের চোখ

হিমের উঠোনে ঈশ্বরের চোখ

শাহীন মাহমুদ, ০৮ জানুয়ারি, এবিনিউজ :

হিমের উঠোনে বস্ত্রহীন দাঁড়িয়ে এক শরণার্থী

খোলো তোমার নিয়তির বন্ধ দ্বার উপবাসী

টিনের প্রলেপ খুলে শুধু একবার দেখো

শীতের তীব্রতায় ঝলসে গেছে আণবিক মুখ

ফোটে আছে তোমার ফাটা ঠোঁটের কষ্টগুলো

আকাশের সব তারা ঝরিত পুপ তোমার উঠোনে

একটি নেড়ি কুকুর একটি বিড়াল আর আমি

মহাকাল ধরে দাঁড়িয়ে আছি বস্ত্রহীন শরণার্থী হয়ে

ঈশ্বরের চোখগুলো এ প্রথম তোমাকে দেখেছে ।

আমাকে দেখেছে ।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত