![জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার দেবে বাংলা একাডেমি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/josim@abnews_119476.jpg)
ঢাকা, ০৮ জানুয়ারি, এবিনিউজ : পল্লীকবি জসীম উদ্দীনের নামে সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, নতুন প্রবর্তিত এই পুরস্কারের মূল্যমান হবে পাঁচ লাখ টাকা। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলা একাডেমি যেসব পুরস্কার দেয় তার মধ্যে এটিই হবে সবচেয়ে বেশি মূল্যমানের পুরস্কার।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০১৭ সালে প্রবর্তিত মাযহারুল ইসলাম কবিতা পুরস্কারের আর্থিক মূল্যমান এক লাখ টাকা। মহাপরিচালক শামসুজ্জামান খান আরো বলেন-‘পুরস্কারটির জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ বছর মার্চ মাসে বড় মাপের একজন সাহিত্যিককে পুরস্কারটি দেওয়া হবে। এক বছর বিরতি দিয়ে পুরস্কারটি দেওয়া হবে।’
এবিএন/মমিন/জসিম