![সুন্দরবনের বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/bandukjuddo-3_119542.jpg)
বাগেরহাট, ০৯ জানুয়ারি, এবিনিউজ : পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে নৌ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ফরিদ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ছিলেন।
আজ মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, জেলে অপহরণের খবর শুনে শরণখোলা নৌ পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভেতরে লুকিয়ে থাকা বনদস্যুরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধঘণ্টা পর বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে গেলে পুলিশ সুন্দরবনের ওই এলাকায় তাল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে সুন্দরবনের ভেতরে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ বনদস্যুর লাশ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে জানান ওসি।
এবিএন/সাদিক/জসিম/এসএ