শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যায় আটক ২

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যায় আটক ২

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যায় আটক ২

নোয়াখালী, ১০ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শাকিল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রাসেল ও আরমান।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই উপজেলার দেওটি ইউনিয়নের বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল ওই উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে ও উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

নিহতের বন্ধু জাহিদ আলম অভি জানান, মঙ্গলবার সারাদিন স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় ভর্তি মাইকিং করছিলেন শাকিল। রাতে মাইকিং করে যাওয়ার সময় দেওটি বাজারে চা খেতে নামেন শাকিল। পরে অতর্কিত এসে স্থানীয় লিটন, আজগরসহ ৭/৮ তাকে গুলি করে চলে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত শাকিলকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী নামক স্থানে তার মৃত্যু হয়।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত