![সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/sundarban_gunfight@abn_119883.jpg)
ঢাকা, ১১ জানুয়ারি, এবিনিউজ : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় র্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু সুমন বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৮-এর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৮-এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন বলেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি