বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে রাত পোহালেই শুরু সাহিত্য উৎসব

পশ্চিমবঙ্গে রাত পোহালেই শুরু সাহিত্য উৎসব

ঢাকা, ১১ জানুয়ারি, এবিনিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজনে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা।

অন্যান্য বারের মতো এবার নন্দন-রবীন্দ্রসদনে লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবন ও সংলগ্ন প্রাঙ্গণে ২০১৮ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা আয়োজন করা হয়েছে।

১১ জানুয়ারি বিকেল ৪টায় উৎসবের শুভ সূচনা করবেন কবি শরৎকুমার মুখোপাধ্যায় ও গল্পকার রমানাথ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামান্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি তথ্য ও সংস্কৃতি বিভাগে রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। উজ্জ্বল ভাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উদ্বোধন সংগীতে থাকছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং সভামুখ্য কবি জয় গোস্বামী।

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষ থেকে এবছর ১৩টি স্মারক সম্মান দেওয়া হবে। ৩০০ জন কবি-লেখকের মিলনে মুখর হয়ে উঠবে এই সাহিত্য উৎসব। অংশ গ্রহণ করবে প্রায় ৩০০ লিটল ম্যাগাজিন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, স্মারক সম্মান, প্রদর্শনী, আলোচনাসভা, কবিতা ও গল্পপাঠের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও নানান ধরনের বাংলা গানের অনুষ্ঠানে সমৃদ্ধ হবে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা।

যে সব পত্রিকা ও সাহিত্যকর্মীরা এবার সম্মানিত হবেন তার তালিকা দেওয়া হল–

লিটল ম্যাগাজিন সম্মান: পরম, বারণরেখা, মেঘবল্লরী, লালপরি নীলপরি

আকাদেমি-মধুপর্ণী সম্মান: মানবী বন্দ্যোপাধ্যায় (সম্পাদক- অবমানব)

লীলা রায় স্মারক সম্মান: নীলাঞ্জন হাজরা

সোমেন চন্দ স্মারক সম্মান: তৃষ্ণা বসাক

তাপসী বসু স্মারক সম্মান: মানোজিৎ অধিকারী

সুপ্রভা মজুমদার স্মারক সম্মান: চপলরানি

বিভা চট্টোপাধ্যায় স্মারক সম্মান: বিজয় দে

শান্তি সাহা স্মারক সম্মান: সুব্রত সেনগুপ্ত

মনোজমোহন বসু স্মারক সম্মান: প্রসেনজিৎ দাশগুপ্ত

আলপনা আচার্য স্মারক সম্মান: অনুরাধা মহাপাত্র

অনিতা-সুনীলকুমার বসু স্মারক সম্মান: শুভাশীষ ভাদুড়ী

শক্তি চট্টোপাধ্যায় স্মারক সম্মান: পাপড়ি গুহ

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত