বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • স্ত্রীর সহযোগিতায় বন্ধুকে খুন করে রান্নাঘরে পুঁতে রাখে লাশ!

স্ত্রীর সহযোগিতায় বন্ধুকে খুন করে রান্নাঘরে পুঁতে রাখে লাশ!

স্ত্রীর সহযোগিতায় বন্ধুকে খুন করে রান্নাঘরে পুঁতে রাখে লাশ!

রংপুর, ১৩ জানুয়ারি, এবিনিউজ : জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকা থেকে আজ শনিবার সকালে সিরাজুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘ ২৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহত সিরাজুলের বন্ধু ফরিদ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে হারাগাছ পৌরসভার মালিয়াটারী কানাটারী গ্রামের মফেল উদ্দিলের ছেলে সিরাজুল মোবাইলে তার বন্ধু হকবাজার মালিটারির ফুল বাবুর ছেলে ফরিদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর সে আর ফিরে আসেননি। ওইদিন থেকে আত্মীয়-স্বজনের বাড়ি ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর গত ১৯ ডিসেম্বর সিরাজুলের ভাই সেরেকুল ইসলাম থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করেন।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরদর্শক (এসআই) সুলতান আলী জানান, নিহত যুবক পেশায় দাদন ব্যবসায়ী ছিলেন। শুক্রবার রাতে ফরিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তার স্ত্রী মিনি আক্তার মিষ্টিকে (২৫) গ্রেফতারের পর তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার নিখোঁজ সিরাজুলের লাশ উদ্ধার করা হয়।

এসআই সুলতান বলেন, মূলত দাদনের টাকার জের ধরে ফরিদ ও তার স্ত্রী সিরাজুলকে বাড়িতে ডেকে নিয়ে প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। পরে তার লাশ রান্নাঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত