শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকাবাসীর পিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।

রবিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক বলেন, রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার বড় ফাউসা গ্রামে ব্যবসায়ী খলিল ভূঁইয়ার বাড়িতে হানা দেয় ডাকাত দল। বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার ভোরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয় বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত