শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

‘দেশে জঙ্গিবাদের শেকড় উৎপাটন করেছে আ.লীগ’

‘দেশে জঙ্গিবাদের শেকড় উৎপাটন করেছে আ.লীগ’

রাঙামাটি, ১৫ জানুয়ারি, এবিনিউজ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশের জঙ্গিবাদের শেকড় উৎপাটন করেছে আওয়ামী লীগ। আর পাহাড়ে যারা অস্ত্রের ভাষায় কথা বলে, তাদেরও কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা আওয়ামী লীগ ভালোই জানে।’ আজ সোমবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘অস্ত্রের রাজনীতি ছেড়ে আলোচনার টেবিলে আসার এই আহ্বান করছি।পৃথিবীর কোথাও কেউ অস্ত্র ব্যবহার করে রাজনৈতিক দাবি আদায় করতে পারে নাই,এই বাংলাদেশেও পারবেনা।’

হানিফ আরো বলেন, ‘আমি রাঙামাটি এসে জেনে ব্যথিত হয়েছি, যে পাহাড় একসময় অশান্ত ছিল, অস্ত্রের ঝনঝনানি ছিলো, সে পাহাড় আবার অশান্ত করার পাঁয়তারা চলছে।

আমাদের নেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তির সুবাতাস ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম শুনে। যারা এখনো দাবি আদায়ের নামে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করছেন,তাদের উদ্দেশে আমি খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, অস্ত্র কোনদিন শান্তির ভাষা হতে পারেনা, অস্ত্রের ভাষা দাবি আদায়ের ভাষা হতে পারেনা। আপনাদের যদি কোন সমস্যা থাকে আলাপ আলোচনার ভিত্তিতেই তার সমাধান হতে পারে। আমাদের প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করুন।’

হানিফ বলেন, ‘এরপর থেকে যদি আমাদের নেতাকর্মীদের উপর কোথাও কিছু করা হয়,এটা কীভাবে মোকাবিলা করতে হয় আমরা জানি,আমরা সেটাই করব। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত