বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • আগৈলঝাড়ায় গণধর্ষণ মামলার দুই আসামীকে জেলহাজতে প্রেরণ

আগৈলঝাড়ায় গণধর্ষণ মামলার দুই আসামীকে জেলহাজতে প্রেরণ

আগৈলঝাড়ায় গণধর্ষণ মামলার দুই আসামীকে জেলহাজতে প্রেরণ

আগৈলঝাড়া (বরিশাল), ১৬ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম দুই আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতসূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার কান্দিপাড় গ্রামের নুর মোহম্মদ সরদারের ছেলে ইলিয়াস সরদার ও কাজিরগ্রামের সুলতান সরদারের ছেলে মিজানুর সরদার গতকাল সোমবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

মামলাসূত্রে জানা গেছে, আসামীরা একই উপজেলার কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গত বছর ১৮সেপ্টম্বর কয়েক বন্ধু মিলে গণধর্ষণ করে ওই ভিডিওচিত্র ধারণ করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়ার নামে অর্থ আদায় করে।

ওই ঘটনায় স্কুলছাত্রী গত ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় উল্লেখিতদের নামসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থেকে ইলিয়াস ও মিজান আদালতে হাজির হলে বিচারক এ আদেশ প্রদান করেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত