![নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/17/narayngoang_abnews24_121029.jpg)
নারায়ণগঞ্জ, ১৭ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ৩ জন আহত হয়েছেন। বন্দরের বালিগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, রাত আড়াইটার দিকে বালিগাঁওয়রে রফিক মুন্সির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা লুটপাট করে এবং তাদের হামলায় ৩ জন আহত হয়। ডাকাত দল ফিরে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তারা এসে ডাকাত দলের ২ জনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় গণপিটুনিতে এ ২ জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুই ডাকাতকে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডাকাতদের হামলায় আহত ৩ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত ২ জনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ