শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশী হতাশ: কাদের

নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশী হতাশ: কাদের

নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশী হতাশ: কাদের

নোয়াখালী, ১৮ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা বিরোধী দলে থাকেন তারা অনেক কথা-ই বলেন। আদালতের রায় তাদের পক্ষে গেলে বলেন রায় সঠিক হয়েছে, আর বিপক্ষে গেলে বলেন এতে সরকার হস্তক্ষেপ করেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী পর্যন্ত ঠিক করা হয়েছিল। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ছিলাম। কিন্তু আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় আমরাও হতাশ।

কাদের আরও বলেন, সরকারবিরোধী বক্তব্য দেয়ার জন্য বিএনপি নেতারা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু তাদের কথা এখন আর জনগণ বিশ্বাস করে না। এই দেশের মানুষ আর আগুন সন্ত্রাসীদের প্রশ্রয় দিবে না।

নারায়ণগঞ্জের ঘটনা দলে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত